গত বছরের জুলাই-আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে বিএনপি ‘অবিলম্বে সংসদ নির্বাচন’ অনুষ্ঠানের দাবিতে অনেকটা একগুঁয়েমি শুরু করেছিল। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের অন্য নেতারা তাঁদের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার কথা বলেন। সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। এতে জামায়াত সন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যখনই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিই নির্বাচন কমিশনকে দেওয়া জামায়াতের ‘যৌক্তিক সময়’। বেশ আগে থেকেই জামায়াত বিভিন্ন জেলায় তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুতির কাজ শুরু করে এবং কোনো কোনো স্থানে প্রার্থী চূড়ান্তও করে ফেলেছে।
কিন্তু ৪ জুলাই শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না’ মর্মে বক্তব্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জামায়াত কি নির্বাচন থেকে ‘ইউটার্ন’ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? হয়তো নেয়নি। কারণ ওই সমাবেশেই বৃহত্তর রংপুর অঞ্চলের আসনগুলোতে জামায়াতের ৩৩ জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তবে জামায়াত আমিরের নতুন বক্তব্য যে রাজনৈতিক মহলে যথেষ্ট সংশয়ের সৃষ্টি করেছে, তা অস্বীকার করার উপায় নেই। আওয়ামী দুঃশাসনের সাড়ে পনেরো বছর পর বাংলাদেশের জনগণ মুক্তির উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়েছিল এবং আশাও করেছিল যে দেশ থেকে অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে। এবং সামনে অনাবিল সুখ ও শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির ফলাফল ভোগ করার সময় এসেছে। কিন্তু মানুষের স্বপ্ন ও বাস্তবতার মধ্যে যে বিস্তর ফারাক, বাংলাদেশের ইতিহাসই তার সাক্ষী। ২৩ বছরের পাকিস্তানি নিপীড়ন থেকে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরও জনগণ একই স্বপ্ন দেখেছিল; কিন্তু তা বাস্তবে রূপ লাভ করেনি। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে তা সম্ভবও ছিল না। ১৯৭২ সালে রাষ্ট্রের দায়িত্বভার হাতে নিয়ে শেখ মুজিবুর রহমানের মতো নেতার পক্ষেও উপলব্ধি করতে সময় লাগেনি যে দেশকে ‘সোনার বাংলা’য় পরিণত করার কথা বলে যুগ যুগ ধরে শোষিত মানুষের হৃদয়ে আশার প্রাসাদ গড়ে তোলা যত সহজ তাদের সেই আশার ছিটেফোঁটা পূরণ করাটা যে কঠিন। তিনি তার ব্যর্থতা স্বীকার করে বলতে বাধ্য হয়েছিলেন : ‘আগামী তিন বছরে আমি তোমাদের কিছুই দেবার পারব না।’
শেখ মুজিবের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছিল। জরুরি অবস্থা জারি করে ক্ষুব্ধ মানুষকে দমন করতে হয়েছে। আকাশসম উচ্চ জনপ্রিয় একজন নেতা দেশ স্বাধীন হওয়ার তিন বছরের মধ্যে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘জরুরি অবস্থা’ জারি করবেন, এটা ধারণা করা যায়! কিন্তু তিনি তা করেছিলেন। তাতেও তাঁর জনপ্রিয়তায় ধস ঠেকানো সম্ভব হয়নি। অতএব ক্ষমতাকে নিরঙ্কুশ ও দানবীয় করতে ‘বাকশাল’ নামে দেশে একটি মাত্র রাজনৈতিক দল এবং সেই এক দলের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া তাঁর উপায় ছিল না। প্রয়াত আহমদ ছফা পরবর্তী সময়ে ‘শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ’ (প্রথম প্রকাশ : ১৯৮৯) শীর্ষক সংকলনে তাঁর এক প্রবন্ধ ‘শেখ মুজিবুর রহমান’-এ লিখেছেন, ‘তিনি বাঙালির মুক্তিসংগ্রামের সঙ্গে প্রতারণা করেছেন। মুক্তি ও স্বাধীনতার নামে তিনি বাংলার জনগণকে তাড়িত করে হতাশা এবং অন্ধকারের গোলকধাঁধার মধ্যে ছুড়ে দিয়েছেন। ইতিহাসের অন্যান্য প্রতারক ভিলেনের ভাগ্যে সচরাচর যা ঘটে থাকে, শেখ মুজিবের ভাগ্যেও তাই কি ঘটেছে?’ কারণ তিনি জনগণের কাছে তিন বছর সময় চেয়েছিলেন যে দেশের যে অবস্থা তাতে তাঁর পক্ষে জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়। তাঁর পক্ষে কখনো তা করা সম্ভব হয়নি, বরং ব্যর্থতার দায়ভার নিয়ে তাঁকে পৃথিবী থেকেই বিদায় নিতে হয়েছিল।
দেশের স্বাধীনতা এনে দেওয়ার দাবিদার দল এবং একক ক্ষমতাধর শেখ মুজিবের পক্ষেই যদি তিন বছরেও কিছু করতে পারবেন না বলে নিজের অসহায়ত্ব প্রদর্শন করতে হয়, সে ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার সব প্রতিষ্ঠান ধ্বংস অবস্থায় দেশের শাসনভার গ্রহণকারী একটি অরাজনৈতিক, অনির্বাচিত সরকারের কাছে রাজনৈতিক দলগুলো বাস্তবতাবর্জিত সব দাবি নিয়ে আসছে কেন, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার কিছু সংস্কার প্রস্তাব বিবেচনা করছে, কিন্তু প্রধান রাজনৈতিক দল সরকারের সংস্কার করার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠিয়েছে, সংবিধান পরিবর্তন বা সংশোধনের কোনো কথা তারা শুনতেও নারাজ। সোজা কথা, সরকারের পক্ষ থেকে হোক আর অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক, বিএনপির পছন্দ না হলে যেন সবই যুক্তিহীন কথা। বড় দলগুলোর একগুঁয়েমির কারণেই দেশ শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। পাকিস্তান আমলেও এ বঙ্গে তা ঘটেছে, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশেও তা একের পর এক ঘটে চলেছে। এবারও মনে হয় এর কোনো ব্যত্যয় ঘটবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-দেশ কি আরেকটি বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে?
বাংলাদেশের ইতিহাসে রক্তক্ষয়ী এবং দৃশ্যত অরাজনৈতিক বিপ্লবের সাফল্যের পর প্রায় সব দল বিপ্লবের মালিকানা দাবি করেছে। এ সময়ের প্রধান ও আলোচিত দুটি দল বিএনপি এবং জামায়াতও দাবি করেছে। তাদের অবস্থান থেকে নিজ নিজ দলের কৃতিত্ব দাবি করার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু বিপ্লবের উদ্দেশ্য কী ছিল তা বিস্মৃত হয়ে তড়িঘড়ি ক্ষমতায় যাওয়ার বাসনায় অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুবিবেচনাপ্রসূত ভাবা যেতে পারে না। তারা মনে হয় দেশকে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিশ্বে যেখানেই বিপ্লব সাধিত হয়েছে সেখানে বিপ্লব-উত্তর নৈরাজ্য সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলাদেশে সৌভাগ্যবশত তা হয়নি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশই যেহেতু ২০২৪-এর আগস্ট-পূর্ব গত সাড়ে ১৫ বছর পর্যন্ত আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী হিসেবে কাজ করেছে, সরকারবিরোধী ছোট-বড় সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হত্যা, গুমের সঙ্গে জড়িত ছিল, যারা গায়েবি মামলায় লোকজনকে গ্রেপ্তার করে ‘বাণিজ্য’ করেছে এবং সবশেষে গত বছরের জুলাই-আগস্ট মাসে আন্দোলন দমানোর নামে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের সরাসরি গুলি করে প্রায় দেড় হাজার লোককে হত্যা এবং ৩০ হাজারের বেশি লোককে আহত করার চরম বর্বরতা প্রদর্শন করেছে, বিপ্লবের সাফল্যে তাদের ওপর যে ধরনের নিগ্রহ নেমে আসার আশঙ্কা ছিল, দুই-একটি ব্যতিক্রম ছাড়া দেশে তা ঘটেনি।
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মাস দুয়েক রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং চেইন অব কমান্ড ভেঙে পড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে আস্থা ফেরাতে সশস্ত্র বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে সহায়তা করেছে। এজন্য তারা যথার্থই প্রশংসার দাবিদার। যে কোনো দেশে স্বাভাবিক পরিস্থিতিতেও সাংবিধানিক উপায়ে নতুন একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর নতুন প্রশাসনের সবকিছু সামলে নিতে কিছু সময় লাগে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনীতিবিদ নন, জনগণের নির্বাচিত প্রতিনিধিও নন এবং তাঁরা কোনো নির্বাচিত সরকারের মেয়াদ শেষে আরেকটি নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের প্রচলিত পদ্ধতিতেও দায়িত্ব গ্রহণ করেননি। তারা বিপ্লবের চেতনা বাস্তবায়নের জন্য একেবারেই সাময়িক সময়ের জন্য রাষ্ট্রীয় দায়িত্বে আসা একটি সরকার। যেহেতু রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের এ সীমাবদ্ধতা সম্পর্কে জানে, অতএব তারা এবং বিশেষ করে আওয়ামী লীগের অবর্তমানে প্রধান রাজনৈতিক দল বিএনপি, যারা আগেও সরকারে ছিল তারা ‘অবিলম্বে’ নির্বাচনের দাবি উঠিয়ে ড. ইউনূসের সরকারকে ব্যতিব্যস্ত রাখার কৌশল অবলম্বন করেছে। এখনো তারা সেই কৌশলই প্রয়োগ করছে। বিতাড়িত আওয়ামী লীগ-ছাত্রলীগের চাঁদাবাজির সব ক্ষেত্র-হাটবাজার, পরিবহন, ফেরিঘাট ও বালুমহাল দখল, সরকারি অফিসের টেন্ডার বাণিজ্য বিএনপির অঙ্গসংগঠনগুলোর হাতে চলে এসেছে। এসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের মারামারি খুন-জখমের পর্যায়ে গড়ালেও প্রশাসন মুখ খুলে বিএনপিকে কিছু বলতে পারে না। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হয় না। কারণ তাদের ললাটের ‘আওয়ামী তিলক’ এখনো মুছে যায়নি। অতএব তারা নিজেরা সার্বক্ষণিক সংশয় ও আতঙ্কের মধ্যে থাকে যে আগামী নির্বাচনে বিএনপি যদি বিজয়ী হয়ে ক্ষমতায় আসে তাহলে এখন চাঁদাবাজ বা অন্যবিধ অপরাধে বিএনপির কারও বিরুদ্ধে সংগত কারণেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে তাদের অবশ্যম্ভাবীভাবে হয়রানির মধ্যে পড়তে হবে। সে কারণে মাত্র চার দিন আগে চাঁদাবাজিতে অভিযুক্ত দুজনকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থানায় আটকে রাখলে উচ্ছৃঙ্খল জনতা থানায় হামলা চালিয়ে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে। থানা ভাঙচুর করেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং থানায় হামলাকারীরা বিএনপির কর্মী-সমর্থক বলে অভিযোগ উঠলেও স্থানীয় বিএনপি তা অস্বীকার করেছে। অভিযুক্ত হলে অস্বীকার করার এ রাজনৈতিক কৌশল ইতিহাসের মতোই পুরোনো। থানা ভাঙচুর করে দণ্ডিত ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা সর্বত্র না ঘটলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা কমবেশি এমনই। রাজনৈতিক পালাবদলে কী ঘটে তা দেখার অপেক্ষা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি তত শোচনীয় হবে। জামায়াত আমিরের আশঙ্কা অমূলক নয় যে এ ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না। যদিও তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার দল ‘প্রশাসনিক ক্যু’ হতে দেবে না এবং ভোট কেন্দ্রে ‘মাস্তানতন্ত্র চলতে দেবে না, কিন্তু বক্তৃতার অন্যান্য অংশ থেকে স্পষ্ট যে তিনি মনে করছেন একটি দল ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচনের স্বপ্ন দেখছে’ এবং তার দল ‘সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে।’ রাজনৈতিক সচেতন যে কোনো মানুষের বোঝা কঠিন নয় যে তিনি কোন দলের প্রতি ইঙ্গিত করেছেন।
জামায়াত কি নিজেও ক্ষমতায় যাওয়ার আশা পোষণ করেনি? এমন আশা পোষণ অবাস্তব হলেও তারা অন্তত তাদের প্রতি জনগণের নাড়ি যাচাই করার সুযোগ পাবে। নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন আসনগুলোকে প্রাধান্য দিয়ে তারা ১৯৯৬ সালের মতো সংসদে আবারও ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন নিয়ে বিগত মাসগুলোতে বিএনপির আচরণে জামায়াত কি ভয় করছে যে নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের মতো একতরফা ভোট বাগিয়ে নেবে এবং প্রশাসন আওয়ামী আমলের মতোই চোখকান বন্ধ রেখে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে! যদি তেমন আশঙ্কা থাকে তাহলে শুধু জামায়াত নয়, সব দলের উচিত পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি নেওয়া। কারণ যে কোনো পরিস্থিতিতে ঘোষিত সময়েই নির্বাচন হওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দেশের রাজনৈতিক আকাশ ঘনকালো মেঘমুক্ত হবে না।
লেখক : যুক্তরাষ্ট্রপ্রবাসী সিনিয়র সাংবাদিক