ফরিদপুরে শিল্পপতি এ কে আজাদের বাড়িতে হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মামলা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় ও বিএনপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতারা এ কে আজাদের ঝিলটুলীর বাড়িতে গোপন বৈঠক করছেন- এমন অভিযোগের ভিত্তিতে মহানগর বিএনপির কয়েকজন নেতা ওই বাসায় যান। এর অল্প কিছু সময় পর তারা বাড়ি থেকে বের হয়ে মিছিল বের করেন। শেষে তারা সংক্ষিপ্ত সভা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এ কে আজাদকে দায়ী করেন। এ ঘটনার পর এ কে আজাদের বাড়ির সামনে দিয়ে বিএনপি নেতাদের মিছিল ও বাড়ির ভিতরে চার-পাঁচজন বিএনপি নেতার প্রবেশ ও বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র জানায়, পরে এ কে আজাদের বাড়িতে হামলা হয়েছে মর্মে গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। এ মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন শিথিল, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগসহ দলটির ১৬ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। হা-মীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ কে আজাদের বাড়িতে দলবদ্ধ হয়ে বেআইনিভাবে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, এ কে আজাদ আওয়ামী লীগের ‘ডামি নির্বাচনের এমপি’। তিনি জেলা আওয়ামী লীগ নেতা। সারা দেশে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা কোনো সভা-সমাবেশ করতে পাওে না, সেখানে এ কে আজাদ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে মাঠে নেমেছেন। মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ অভিযোগ করে বলেন, এ কে আজাদ বিএনপির সুনাম নষ্ট করতে যা করা দরকার তাই করছে, তার নিজের টিভি ও পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করছে। বিএনপি নেতাদের দাবি, এ কে আজাদের আওয়ামী লীগ পুনর্বাসনকে মেনে নিতে পারছেন না ফরিদপুরের সর্বস্তরের মানুষ। এরই মধ্যে এ কে আজাদের কর্মকান্ডে তারা ফুঁসে উঠেছেন। জানা গেছে, এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।