মিসরের মনুফিয়া প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ তরুণী নিহতের একদিন পর একই রাস্তায় ফের ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার কায়রোর কাছে দুইটি যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, রাজধানী কায়রোকে আলেকজান্দ্রিয়া মরুভূমি সড়কের সঙ্গে সংযুক্ত করা রিজিওনাল রিং রোডে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং আহত হন আরও ১১ জন। খবর গালফ নিউজের।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের তাৎক্ষণিকভাবে আল বাগুর স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আবদুল গাফফার দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি কাছাকাছি সব হাসপাতালকে জরুরি অবস্থা জারি করতে বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, এর একদিন আগেই একই সড়কের আশমুন এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ১৯ তরুণী নিহত হন।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা