ঈদের খুশি দাও ছড়িয়ে
সবার ঘরে ঘরে,
ধববো বুকে নামাজ পড়ে
কোলাকুলি করে।
পিতা-মাতার নতুন কাপড়
প্রথম কিনে দিও,
খোকা-খুকুর জামাও তুমি
সাথে কিনে নিও।
যে শিশুরা তোমার বাড়ি
আসবে যাবে রোজ,
পারলে তাদের দিও কিছু
নিও তাদের খোঁজ।
পোলাও মাংস ফিরনি লুচি
সবাই মিলে খাও,
যাদের ঘরে হয়নি খাবার
তাদের একটু দাও।