রঙিন কাগজ কিনে এনে
সুতোর গায়ে লাগাবে
ঈদের খুশি সবার মাঝে
নতুন আলোয় জাগাবে।
ত্রিভুজ আকার কেটে কেটে
কাগজগুলো সাজাবে
বাঁশি দিয়ে ফুলিয়ে বেলুন
হাওয়া ছেড়ে বাজাবে।
ছোট্ট খোকা-খুকুর মাঝে
ঈদের মজা এমনই
আমরা যারা বুড়ো শুধু
সাজি যেমন-তেমনই।
রঙিন কাগজ কিনে এনে
সুতোর গায়ে লাগাবে
ঈদের খুশি সবার মাঝে
নতুন আলোয় জাগাবে।
ত্রিভুজ আকার কেটে কেটে
কাগজগুলো সাজাবে
বাঁশি দিয়ে ফুলিয়ে বেলুন
হাওয়া ছেড়ে বাজাবে।
ছোট্ট খোকা-খুকুর মাঝে
ঈদের মজা এমনই
আমরা যারা বুড়ো শুধু
সাজি যেমন-তেমনই।