ঈদের নতুন চাঁদ উঠেছে
কী নুরানি আলো
বাড়ি ভরা আনেক মানুষ
লাগছে ভীষণ ভালো।
জামা জুতা কিনতে বাবা
গিয়েছেন বাজারে
ফুলের মতো উঠবো সেজে
বাহারে বাহারে।
কোরমা পোলাও ফিরনি পায়েস
মজা করে খাবো
পাঞ্জাবিটা পরে আমি
ঈদের মাঠে যাবো।
সবার সাথে মিলে মিশে
ঈদের নামাজ পড়বো
নামাজ শেষে মোলাকাতে
ভ্রাতৃত্বটা গড়বো।