বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অনৈতিক কাজ বিএনপি প্রশ্রয় দেয় না, নিশ্চয়ই গত কয়েক মাসে তা প্রমাণিত হয়েছে। এরপরও যারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যই ভিন্ন।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে দুই-একটি দল ভিন্নখাতে প্রবাহিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ফায়দা নিতে তৎপর। যাতে নির্বাচন বিলম্বিত হয়। অসত্য কিছু দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় না। কেননা জনগণের ভেতর বিএনপির শেকড়।
শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোকিত হলুয়াঘাট : রূপকল্প’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, এই নৃশংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। মানুষের মধ্যে যদি মনুষত্ববোধ না থাকে সে মানুষ নামের অমানুষ। অমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, একটা মানুষের মধ্যে মানবিকতা, মনুষত্ববোধ, ভাতৃত্ববোধ ও মমত্ববোধ না থাকলে সেই উন্নয়ন শুধু কথামালা বা অবকাঠামোর মধ্যে থেকে যাবে। আলোকিত রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে মানুষকে মানুষ হিসেবেই গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তির দায় দল নেবে না। দল সেই দায় নিতে পারে যা দল নির্দেশ দেয়। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বিএনপির ডিকশেনারিতে নেই। এসব অনৈতিক কাজ বিএনপি প্রশ্রয় দেয় না, নিশ্চয়ই গত কয়েক মাসে তা প্রমাণিত হয়েছে। এরপরও যারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যই ভিন্ন।
গোলটেবিল বৈঠকে উপজেলার গণ্যমান্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে হালুয়াঘাটের সার্বিক উন্নয়নে রূপকল্প ও অভিকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে তাদের অভিমত তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/বাজিত