কুতুবদিয়ায় পানিতে ডুবে আহমদ ও বেলাল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে আহমদ এবং বিকাল ৪টার দিকে বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহমদ উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়া গ্রামের মো. মেহেদী হাসানের পুত্র। অপরদিকে, বেলাল একই উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাজার পাড়া গ্রামের নূর নবীর পুত্র।
বেলাল বাড়ির সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। অপরদিকে, আহমদ বুধবার দুপুর ১২টার দিকে বসতবাড়ির ছোট গর্তের পানিতে ডুবে যায়। বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল হোছাইন।
বিডি-প্রতিদিন/তানিয়া