জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে জেলার দৌলতদিয়া ফেরিঘাটের প্রবেশপথ, শহরের বড়পুলসহ বিভিন্ন স্থানের চেকপোস্টে তল্লাশি চালায়।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাটের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়েছে। চেকপোস্টে পুলিশ, র্যাব ও যৌথবাহিনীর সদস্যরা ঢাকামুখী যানাবাহনগুলোকে থামিয়ে তল্লাশি করে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। চেকপোস্ট থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এছাড়াও জেলা শহরের বড়পুল মোড়ে চেকপোস্ট বাসিয়েছে পুলিশ। সদর থানার পুলিশ সদস্যসহ ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের যাত্রীদের তল্লাশি করছে। প্রতিটি গাড়ি, মোটরসাইকেল এমনকি যাত্রীবাহী রিকশাও থামানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী।
এ সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্তসহ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য দেখা গেছে।
রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, সারাদেশেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে আমাদের চেকপোস্ট রয়েছে। সারাদেশেই এই চেকপোস্ট রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই চেকপোস্ট।
বিডি-প্রতিদিন/তানিয়া