চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে এ পটকা ফাটানো হয়। পুলিশ বলছে, আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা পটকা ফাটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে কলাপট্টি সংলগ্ন রেললাইনের উপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সময় ওই রেললাইনে বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। বিস্ফোরণের শব্দের পর রেলস্টেশন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বলেন, কলাপট্টির কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে কিছু আলামত উদ্ধার করে যেটি পরীক্ষা করে বোঝা যায়, পটকা ফাটানো হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা পটকাটি ফাটিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই