রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আল আমিন তালুকদারকে ঘুষ গ্রহণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তার বিরুদ্ধে বেশি টাকা নিয়ে রসিদে কম দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি জানান, তদন্তে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেশি টাকা নিয়ে রসিদে কম দেখানোর অভিযোগ ওঠে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আল আমিন তালুকদারের বিরুদ্ধে। পরে প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করা হবে এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি (খোরপোশ) ভাতা প্রাপ্ত হবেন।
বিডি প্রতিদিন/কেএইচটি