নোয়াখালীতে প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের মাঝে নগদ অর্থ ও আর্থিক সহায়তা দিয়েছে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্ট। রবিবার (৯ নভেম্বর) সদরের সুজাপুর লন্ডন মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সহায়তার অর্থ বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লাহ. নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, কাদের হানিফ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও লন্ডন প্রবাসী হারুনুর রশিদ দেলোয়ার হোসেন খন্দকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ দেলোয়ার হোসেন খন্দকার জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যবস্থা ও মানবসেবা প্রদানের লক্ষ্যে খন্দকার ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের যাত্রা হিসেবে প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মানুষের কল্যাণে আগামীতে আরো পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে ছয় শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/কামাল