চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী কর্তৃক শহরের হাজী মহসিন রোড ও মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাবারসামগ্রী স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ না করার দায়ে ঢাকা কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করে। এ ছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি