ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বাগ-বিতণ্ডার জেরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই গ্রুপ। এতে ২৫-৩০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল।
বুধবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর এলাকায় ওকিলের বাড়ি গোষ্ঠী ও আজিজের বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই তিনদিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে উত্তর সুহিলপুর গ্রামের ওকিলের বাড়ির গোষ্ঠীর সাদ্দাম হোসেনের সঙ্গে একই এলাকার আজিজের বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে গড়ায়।
এর রেশ ধরে বুধবার রাতে মহাসড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। সংঘর্ষের ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বিডি প্রতিদিন/এমআই