ভ্যাটিকান সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বুধবারই তিনি ভ্যাটিকান যাবেন। সেখানে তিনি পোপ চতুর্দশ লিও’র সঙ্গে দেখা করবেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গেছে, ৫০০ বছরের মধ্যে এবারই প্রথম ব্রিটেনের কোনও রাজা পোপের সঙ্গে প্রকাশ্যে প্রার্থনায় অংশ নেবেন।
মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে কেলেঙ্কারিতে জড়িত তার ভাই প্রিন্স অ্যান্ড্রু সম্পর্কে নতুন তথ্য প্রকাশের পর এই সফর ব্রিটিশ রাজার জন্য বেশ কঠিন সময়ে হচ্ছে।
পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় তার উত্তরসূরি হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার রাজা চার্লস এবং পোপ লিও একসঙ্গে প্রার্থনা করবেন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, দুই দিনের এই সফর ক্যাথলিক গির্জা এবং ইংল্যান্ডের গির্জার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।
৭৬ বছর বয়সী রাজা ইতোমধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ২০২৪ সালের শুরুর দিকে রাজার ক্যান্সারের বিষয়টি প্রকাশ করা হয়েছিল।
রাজা হওয়ার আগে চার্লস অনেকবার ভ্যাটিকান সফর করেছিলেন। সূত্র: বিবিসি, ওয়েলস অনলাইন, আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ