নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন- ডুবুরির হেলপার মো. রাসেল (৩৭) ও সারেং মো. সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।
বুধবার ( ২২ অক্টোবর) দিবাগত রাতে সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ টু সোনাগাজীর সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর থেকে বলগেটের মালিকপক্ষ বলগেটটি উদ্ধারে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। বুধবার দিবাগত রাতে তারা পুনরায় বড় দুটি পল্টুন দিয়ে বলগেটটি উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে রাসেল ও সোহেলের শরীরে আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়। মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙে যায়। অপরদিকে, সোহেলের দুটি পা ভেঙে যায়।
স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পন্টুনের কর্মকর্তাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটে।
তবে অভিযোগ নাকচ করে দিয়ে বলগেট ও পন্টুনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অহিদ দাবি করেন, এটি খবর হওয়ার মতো কোনো বিষয় না।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টচার্য বলেন, রাতে স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/কেএইচটি