সিরাজগঞ্জ জেলায় প্রায় ১০ লক্ষাধিক শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকা প্রদান করা হবে। স্কুল ক্যাম্পেইন ও কমিউনিটি ক্যাম্পেইনের মাধ্যমে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে ১৮ দিনে এ টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নুরুল আমীন জানান, উদ্দিষ্ট জনগোষ্ঠী—৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। ডোজ—০.৫ এমএল, ১ ডোজ এবং প্রতি ভায়ালে ৫ ডোজ।
৯ মাস থেকে ২ বছরের নিচে শিশুদের উরুর মধ্যভাগে মাংসপেশীতে এবং ২ বছর থেকে ১৫ বছরের নিচে শিশুদের বাহুর উপরের অংশের মাংসপেশীতে এ টিকা দেওয়া হবে।
স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনো ১০ দিন জেলার প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬ লাখ ২৮ হাজার ৯৬৫ জন শিক্ষার্থীকে এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে যে কোনো ৮ দিনে কমিউনিটি পর্যায়ে ৪ লাখ ১১ হাজার ১৮ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে।
১৫টি স্থায়ী ও ২,১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল