সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ এলাকার সহিদুল ইসলামের ছেলে সাহা (২৯)।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গত ৩ অক্টোবর রাতে সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডার মোড়ে একটি প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির যাত্রীদের মারধর করে, প্রাইভেটকার ভাঙচুর করে এবং সঙ্গে থাকা মালামাল লুট করে নেয়। এ ঘটনায় প্রাইভেটকারের অন্তত পাঁচজন আহত হন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
উক্ত মামলার তদন্তে নেমে র্যাব-১২ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু ও সাহাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/জামশেদ