নাটোর চিনিকলে ২০২৫-২৬ মৌসুমের ৪২তম আখ মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলতি মৌসুমে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ, বাণিজ্যিক) আজহারুল ইসলাম নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম ইফতেখায়ের আলম, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. এখলাছুর রহমান, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া, বিএনপি নেতা হাবিবুর ইসলাম হেলালসহ কর্মকর্তারা, সিবিএ নেতারা ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।
নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, আগামী ৭৪ কার্যদিবসে আটটি সাবজোনের ৪৮ কেন্দ্র থেকে আখ সরবরাহ করা হবে। চিনির আহরণ হার ধরা হয়েছে ৬ দশমিক ৩ ভাগ। সাবজোনগুলোতে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ সরবরাহ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. এখলাছুর রহমান বলেন, “৪২তম আখ মাড়াই কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। মিলে নির্বিঘ্ন আখ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২০২৪-২৫ মৌসুমে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল। সেই মৌসুমে ৫ হাজার ১৩০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ১৪৮ মেট্রিক টন চিনি উৎপাদন করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন করেছিল নাটোর চিনিকল।
বিডি প্রতিদিন/এএম