টাইফয়েড জ্বর প্রতিরোধে আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে রংপুরে বিভাগীয় পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোরশেদ কামাল, রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজ ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ১৫ বছরের নিচে প্রায় ৫ হাজার ৫০০ শিশু টাইফয়েড জ্বরে মারা যায়। তাই টিকাদান কার্যক্রমে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
সভায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রংপুরসহ সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়স পূর্ণ (২৭০ দিন) থেকে ১৫ বছর বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
স্কুলগামী শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে এই টিকা নিতে পারবে।
বিডি প্রতিদিন/জামশেদ