মাদারীপুরে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং গণযোগাযোগ অধিদপ্তরের অর্থায়নে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত মাল্টিপারপাস হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
কর্মশালায় টাইফয়েড রোগের ভয়াবহতা, সংক্রমণের উৎস এবং প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে এই রোগ দ্রুত ছড়ায় এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বক্তারা জনসচেতনতায় গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদীন কমল, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্বী, জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন (সঞ্চালক), জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরিফুল আবেদীন কমল জানান, আগামী ১২ অক্টোবর থেকে জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে এক ডোজ করে টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এ ক্যাম্পেইন চলবে ১৮ কার্যদিবসব্যাপী, শেষ হবে ১৩ নভেম্বর। জেলার মোট লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৬ হাজার ২৮৯ জন এবং এখন পর্যন্ত প্রায় ৯৬ হাজার শিশু-কিশোরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ