ফেনীর ফুলগাজী উপজেলার ব্যস্ততম ট্রেড সেন্টার মার্কেটে গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনায় ফুলগাজীর বিখ্যাত নবাবি হোটেল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ “আগুন লাগছে” চিৎকারে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফুলগাজী ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় ফুলগাজী সেনাবাহিনীর নিরাপত্তা টিমও উপস্থিত থেকে সহায়তা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবি হোটেলটি সম্প্রতি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় ছিল। শনিবারই প্রথম মালিক মোশাররফ (ফুলগাজী স্বেচ্ছাসেবক দলের ‘বাবু ভাই’ নামে পরিচিত) হোটেলের দ্বিতীয় মালিকানার অংশ বুঝিয়ে দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। পরে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখেন নবাবি হোটেল পুরোপুরি পুড়ে গেছে, তবে অন্য কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়নি।
দমকল সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
বিডি প্রতিদিন/হিমেল