পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলায় উপচে পড়া ভিড় জমিয়েছেন বেকার তরুণরা। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এ মেলায় অংশ নেয় বিভিন্ন বেসরকারি খাতের অন্তত ৮টি প্রতিষ্ঠান।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। এরপর খোলা মাঠে শুরু হয় চাকরি মেলার কার্যক্রম। সকাল থেকেই মেলায় ছিল তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে বায়োডাটা জমা দেন এবং চাকরি সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
আয়োজকদের মতে, এই মেলার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের বায়োডাটা বিশ্লেষণ করবে এবং পরবর্তীতে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে। যাদের দক্ষতা সন্তোষজনক, তাদেরকেই নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মতিন ডালি জানান, ‘এ বছর প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থী বায়োডাটা জমা দিয়েছেন। আশা করছি অন্তত ২০০ জন প্রার্থী চাকরির সুযোগ পাবেন। তবে সবচেয়ে বড় অর্জন হলো- তরুণরা এমন প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তুতি লাভ করছেন।’
অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভপাতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় টেনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিস এর সিনিয়র সহসভাপতি আবু হিরন, এসেট এর প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প মেলা আয়োজনে সহযোগিতা করছে।
বিডি প্রতিদিন/জামশেদ