ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীদের কারিগরি ভাবে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর ল²ীপুর উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আবুল খায়ের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অর্থায়নে করা ট্রেনিং সেন্টারটিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে কম্পিউটার, ইলেক্ট্রনিক ও সেলাইসহ পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মঈদুল হোসেন মার্শালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ওয়াসে শিতাব ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীর কারিগরি জ্ঞান অর্জন প্রয়োজন। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা যেন কারিগরি জ্ঞান অর্জনে পিছিয়ে না পড়ে সেজন্যই প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি একসময় অত্র এলাকার জন্য আলোর দিশারী হয়ে উঠবে।
বিডি প্রতিদিন/এএম