ঢাকার ডেমরা বামৈল এলাকায় নবম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে বামৈল পূর্ব পাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে লামিয়া আত্মহত্যা করেছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
লামিয়ার চাচা হাসিবুল ইসলাম জানান, দুপুরে পরিবারের অগোচরে সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।
মৃতা লামিয়া বরিশাল জেলার বানারীবাড়া থানার আউয়ারবাড়ী গ্রামের মনির হোসেনের মেয়ে।
বিডি প্রতিদিন/আশিক