ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়ারসা মোদকবাড়ি মোড় থেকে বিরাসার বাসস্টেশন পর্যন্ত সড়ক এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়ক ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল সড়কে যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই।
পুরো সড়কজুড়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ছোট ছোট পুকুরে রূপ নেয়। ফলে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, সড়কটি জেলা পরিষদের মালিকানাধীন হলেও পৌরসভার মধ্যে অবস্থিত।
প্রতিদিন এ সড়ক দিয়ে কলেজে যাতায়াত করেন ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী মো. সাকিব। তিনি বলেন, বিরাসার বাসস্টেশন থেকে পুরাতন জেল রোড পর্যন্ত সড়কটির অবস্থা ভয়াবহ। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষ বারবার সংশ্লিষ্টদের জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি।
গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. রিয়াজ আহমেদ বলেন, এই সড়ক দিয়ে স্কুলে যাওয়া-আসা করতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে রিকশাও উল্টে যায়। দ্রুত যেন সড়কটি মেরামত করা হয়।
পথচারী লাইলী বেগম বলেন, এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। চলাচলে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন।
স্থানীয় ব্যবসায়ী ও মা সাদিয়া ট্রেডার্সের মালিক সোহেল মিয়া জানান, সড়কের খারাপ অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ঢাকা থেকে মালামাল আনা-নেওয়া যায় না। কাস্টমারও আসে না। প্রতিনিয়ত গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকে।
পৌরসভা ও জেলা পরিষদের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়কটি জেলা পরিষদের হলেও এটি পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় হওয়ায় প্রয়োজনে পৌরসভা প্রশাসক চাইলে নিজস্ব আয়ের অংশ বা অন্য কোনো বরাদ্দ থেকে অন্তত গর্তগুলো সংস্কার করতে পারেন। এতে জনগণের দুর্ভোগ অনেকটাই লাঘব হতো।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহম্মেদ বলেন, সড়কটি পৌরসভার এলাকায় হলেও এটি জেলা পরিষদের আওতায়।
অন্যদিকে, জেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, মোদকবাড়ি মোড় থেকে বিরাসার পর্যন্ত এক কিলোমিটার সড়কটির টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল