সিডনিতে শঙ্খনাদ ইনক-এর আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) শারদ মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হলে দিনব্যাপী এই মেলা প্রবাসী বাঙালিদের মিলনমেলায় রূপ নেয়।
মেলায় ছিল শাড়ির স্টল, ফ্যাশন শো, খাবারের দোকানসহ নানা আয়োজন। পাশাপাশি লাইব্রেরি হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এই বছর মেলার বিশেষ আকর্ষণ ছিল চারজন গুণীজনকে শারদ সম্মাননা প্রদান। কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, কাউন্সিলর মাসুদ চৌধুরী, লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত এবং ড. সমীর সরকার।
শঙ্খনাদ ইনক-এর পক্ষ থেকে জানানো হয়, “গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা তাদের অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আনন্দিত। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণই আমাদের এ আয়োজনকে সফল করেছে।”
প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব হিসেবে পরিচিত এই শারদ মেলা এবারও বৈচিত্র্যময় আয়োজন ও সম্মাননা প্রদানের মাধ্যমে প্রবাসী সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/হিমেল