বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, এখন সময় হলো ভোটারদের কাছে যাওয়ার। একসময় আমরা কথা বলতে পারিনি, কিন্তু এখন মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষকবান্ধব নেতা। কৃষকদের পরিশ্রমের কারণেই দেশের খাদ্যের যোগান সম্ভব হয়। আগামী নির্বাচন সামনে—এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, আ. তা. ম. জহিরুল আলম লোদী, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি অলিয়ার রহমান খান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল