রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মো. হারুন উর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের চম্পানিরমার টিলা এলাকার কাপ্তাই হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকার নিজ বাসা থেকে হ্রদে লাফ দেন হারুন উর রশিদ। স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গভীর রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
শনিবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তা রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, হারুন উর রশিদ মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতে তিনি বাড়ির বারান্দা থেকে হ্রদে লাফ দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’
বিডি প্রতিদিন/জামশেদ