কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতিটিকে দেখতে পায় স্থানীয় লোকজন ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করা হয়। দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে। এসময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল।
তিনি আরও জানান, প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ