নোয়াখালীর সুধারাম উপজেলার সোনাপুরে প্রবাসীর নবনির্মিত বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এক কলেজছাত্রীসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে সুধারাম মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাসী ও পুলিশ সদস্য দুই ভাইয়ের অনুপস্থিতিতে ওই বাড়িতে বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন কলেজছাত্রী নার্গিস আক্তার। সম্প্রতি বাড়ির একটি নতুন ভবন নির্মাণ শুরু করলে স্থানীয় বখাটে মিজান, বিবি কুলছুম ও রিয়াজের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। তারা নির্মাণাধীন ভবনের পিলার উঠিয়ে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে ভুক্তভোগীকে মারধর করা হয় এবং কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
নার্গিস আক্তার জানান, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং মামলা না করার জন্য হুমকি দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, পুলিশ মামলা না নিয়ে শুধু জিডি করার পরামর্শ দিয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে থানায় জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/হিমেল