সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী হত্যা মামলার এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাত ৩টার দিকে মহানগরীর টিলাগড় এলাকায় দিরাই থানা পুলিশ ও শাহপরাণ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে ধরা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম এম আব্দুল হাফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজী নগরী (৫২) গত ২ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন। ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/আশিক