ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুনসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে জমায়েত হন। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
শোভাযাত্রার আগে উপজেলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু। এতে বক্তব্য রাখেন—বিএনপির সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক সাঈদ খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ