কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল ক্যাম্পাসের প্রাণী বিজ্ঞান ও পশু চিকিৎসা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন, জাওয়াদুল ইসলামসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, কম্বাইন্ড ডিগ্রি চালুর যৌক্তিক দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের উপর পরিকল্পিত ও ন্যক্কারজনক হামলা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।
বিডি প্রতিদিন/এমআই