গাইবান্ধায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান।
বুধবার (২৭ আগস্ট) বিকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধার উদ্যোগে জেলা শিক্ষা অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক-টিআইবি’র পক্ষ থেকে প্যাকটা প্রকল্পে মাধ্যমিক শিক্ষাখাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
এতে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক মাজহারউল মান্নান, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.এইচ.এম. হুমায়ুন কবির, সহকারী পরিদর্শক রাশেদুল ইসলাম ও হারুন-অর-রশিদ। এছাড়া এতে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং সমন্বয়কারী কামরুল হাসান, সনাক সহ সভাপতি জিয়াউল হক কামাল ও ইয়েস দলনেতা উম্মে হাবিবা কনা।
সভায় শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সনাক কর্তৃক সুপারিশসমূহ উত্থাপন করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য এ.কে.এম. সাখাওয়াৎ হোসেন। সভাটি সঞ্চালনা করেন টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা।
সনাক-টিআইবির প্যাকটা প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার মানোন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। এছাড়া বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, তথ্যবোর্ড স্থাপন ও নিয়মিত হালনাগাদ করা, দুর্বল শিক্ষার্থীদের পড়ার মানোন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, নারী শিক্ষার্থীদের কৈশোর-বান্ধব উপকরণসমূহের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা; সততা স্টোর সক্রিয় রাখা, স্কুল চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে মনিটরিং বৃদ্ধি করা হবে বলে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এএ