বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিল হাসান সোহেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাশেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোখছেদুর রহমান আবিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ