রাজবাড়ী জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেলোয়াড়রা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অর্ধশতাধিক খেলোয়াড় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্রিকেটার তাফসিন। বক্তব্য দেন আরাফ ও হিমেল। তারা বলেন, জেলা স্টেডিয়ামে নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই। বৃষ্টির সময় বহিরাগতরা এসে ফুটবল খেলে মাঠকে কাদামাটিতে পরিণত করে। বেশিরভাগ সময় মাঠ বহিরাগতদের দখলে থাকে, ফলে নিয়মিত অনুশীলন ব্যাহত হয়। মাঠে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা নেই।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট খেলোয়াড়রা স্মারকলিপি দেন। এসময় জেলা প্রশাসক খেলোয়াড়দের বক্তব্য শোনেন এবং খেলাধুলার প্রসার ঘটাতে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি জেলা ক্রীড়া অফিসারকে খেলোয়াড়দের সমস্যা তুলে ধরে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। একইসাথে রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়াকে মাঠে বিশুদ্ধ পানি সরবরাহে অনুরোধ করেন।
তাফসিন বলেন, আমরা জেলা স্টেডিয়ামের কিছু সমস্যা নিয়ে জেলা প্রশাসক স্যারের কাছে এসেছিলাম। তিনি আধাঘণ্টা ধরে আমাদের সমস্যা শুনেছেন এবং বিভিন্ন দপ্তরে সমাধানের নির্দেশ দিয়েছেন। এতে আমরা আশ্বস্ত ও খুশি হয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ