বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘জিয়া পরিবার ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্র কেবল নির্বাচনকে বিলম্বিত করার জন্য। নির্বাচনকে অন্যদিকে নেওয়ার পাঁয়তারা চলছে। জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে নির্বাচন হলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এজন্য তারা নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারায় লিপ্ত রয়েছে। কেউ কেউ মুখে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন। তারাই আবার আগে আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে।’
শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইলিয়াসপত্নী বলেন, পেছন থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন যারা তাদের কিন্তু জনগণ চিনে ফেলেছে। মনে রাখবেন ষড়যন্ত্র করে কেউ এ পর্যন্ত সফল হয়নি। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব জনগণই আপনাদের দেবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। আন্দোলনের একটিই দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন তিনটি হয়েছে, কিন্তু ভোট হয়নি, জনগণ ভোটাধিকার পায়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে। কিন্তু এখনও জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়নি।
ইলিয়াসপত্নী লুনা বলেন, বিশ্বনাথ উপজেলায় বিএনপিকে সংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোজাহিদ আলী। তিনি এম. ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। মোজাহিদ আলী জীবনের সবটুকু সময় বিএনপিকে দিয়েছেন। দলের প্রতি তার শ্রম, ত্যাগ ও অবদান বিশ্বনাথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। তিনি বলেন, দেশের সর্বস্তরের জনগণ দ্রুত একটি সুন্দর নির্বাচন চায়। তারা অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চায়।
অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র স-হসভাপতি আলতাব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ।
উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট।
বিডি প্রতিদিন/আরাফাত