বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি না মানলে ইমারজেন্সি সেবা বন্ধের হুশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে কলেজের শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাস বর্জন শুরু করেছে এবং দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ক্লাস বর্জন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নাজমুল হুদা বলেন, মেডিসিন ইউনিট-২ এর মেডিক্যাল অফিসার দিলীপ রায় এর ওপর হামলা চালানো হয়েছে এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সদের ওপরও আক্রমণ হয়েছে। এ কারণে রবিবার বিকেল ৩ টা থেকে দেড়শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে গেছেন।
নাজমুল হুদা আরও বলেন, “আমাদের ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে হামলার সঙ্গে যারা জড়িত এবং উস্কানিদাতা তাদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ইমারজেন্সি সহ সকল সেবা বন্ধ করে দিতে বাধ্য হবো।”
সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ (৫২তম ব্যাচ) বলেন, “আমরা স্বাস্থ্যখাত সংস্কারের সাথে একমত, তবে আন্দোলনকারীরা শিক্ষার্থীদেরও হেনস্থা করছে। সিনিয়র ইন্টার্নদের সাথে একাত্মতা জানাই এবং হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা সকল ক্লাস ও ওয়ার্ড কার্যক্রম বয়কট করবো।”
আজ সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখবেন।
বিডি প্রতিদিন/আশিক