ধনীটারিতে জন্ম হলেও ধনী নন আমজাদ বয়াতি। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ময়নাকুটি ধনীটারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। দোতরা বাজিয়ে গান গেয়ে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। দুর্ভাগ্য, গত শুক্রবার তার দোতরা চুরি হয়ে যায়। তবে দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির কণ্ঠ।
আমজাদ বয়াতি বলেন, ‘কখনো ভাবিনি আমার দোতরাও চুরি হবে। ছোটবেলা থেকেই দোতরা বাজিয়ে তাৎক্ষণিক গান রচনা করে মানুষকে আনন্দ দিয়েছি। অনেকে খুশি হয়ে কিছু দিত, তাতেই সংসার চলতো। কিন্তু চোরেরা দোতরা নিয়ে গেলেও আমার কণ্ঠ রোধ করতে পারবে না।’
কবি ও গীতিকার সায়েদুল ইসলাম সাঈদ বলেন, ‘আমার প্রায়ই তার সঙ্গে দেখা হয়, যখন কাছনা তকিটারিতে গান গাইতে আসেন। গত শুক্রবার (১৫ আগস্ট) গ্রামের এক পানের দোকানে তার গান শুনতে চাইলে দুঃখভরা কণ্ঠে জানালেন দোতরা চুরি হয়ে গেছে। তবুও দোতরা ছাড়াই দু’একটি গান শোনালেন তিনি। ভাবতেই অবাক লাগে—চোরের হাত থেকে এখন গায়কের দোতরাও রেহাই পাচ্ছে না।’
বিডি প্রতিদিন/জামশেদ