‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেই জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা জর্জ আদালতের প্রবেশপথ অতিক্রম করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা মৎস্য কর্মকর্তা মো. নজামুল হুদা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।
বক্তারা বলেন, পদ্মা নদীর ইলিশ রাজবাড়ীর ঐতিহ্য। এক সময় পদ্মার ইলিশের সুনাম ছিল সারা দেশে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পদ্মায় ইলিশের সংখ্যা কমেছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।
আলোচনা সভার পর দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উন্নয়নে অবদানের জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, মা ইলিশ সংরক্ষণ ও উন্নয়নে অবদানের জন্য সহকারি কমিশনার নাহিদ আহমেদ, মৎস্য উৎপাদনে মো. মোন্নাফ শেখ, আবুল হোসেন খানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৪ আগস্ট সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ শেষ হবে।
বিডি প্রতিদিন/আশিক