জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও নয়জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে 'দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি' করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- মংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আআম আমীমুল ইহসান খান; সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু; চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির জয়েন্ট কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনার কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম,অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিকা, অতিরিক্ত কমিশনার (ট্যাক্স) সুলতানা হাবিব, যুগ্ম কমিশনার মেসবাহ উদ্দিন খান, মামুন মিয়া ও চাঁদ সুলতানা চৌধুরানী।
এর আগে একই অভিযোগে আরও ১৪ কর্মকর্তাকে বরখাস্ত এবং চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আদেশে বলা হয়েছে, গত ১২ মে সরকার কর্তৃক 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারির পর কাস্টমস, এক্সাইজ, ভ্যাট এবং আয়কর বিভাগের কিছু কর্মকর্তা বিক্ষোভ করে সহকর্মীদের দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন।
এতে আরও উল্লেখ করা হয়, কাজ বর্জন করে এবং অন্যদের এনবিআর সদর দপ্তরে জড়ো হতে বাধ্য করার মাধ্যমে এই আন্দোলন দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করেছে।
উল্লেখ্য, নতুন অধ্যাদেশের অধীনে বোর্ড পুনর্গঠনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এনবিআর কর্মকর্তারা গত মে ও জুন মাসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত