নড়াইলের কালিয়া উপজেলার বাকা-হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকায় নবগঙ্গা নদীতে অজ্ঞাত ওই নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল নমুনা সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে আনুমানিক দুই থেকে তিন দিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের ময়না তদন্ত রবিবার নড়াইল সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ