নরসিংদীর রায়পুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানা পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম প্রধান,অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. এলাহি,উত্তর বাখাননগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,রায়পুরা পৌরসভা যুবলীগ নেতা ফরিদ মিয়া এবং যুবলীগ কর্মী জুয়েল রানা। আরও দুই জন্যে নাম পাওয়া জায়নি।
এ বিষয়ে বুধবার রাতেই রায়পুরা পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে।
রায়পুরা থানার ওসি মো: আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, অভিযানে আওয়ামী লীগের ৮ নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিডি প্রতিদিন/এএম