রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সুজন (৪০) নামে এক বাস হেল্পার নিহতসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন কুড়িগ্রাম উলিপুর উপজেলার মধ্য সাদুল্যা ফকিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে।
বড়দরগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্টার বীজ বোঝাই ট্রাক ফতেপুর এলাকায় আসলে পেছন থেকে যাত্রীবাহী বাস পিংকি বাচ্চ পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেল্পার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেই সাথে নিহতের লাশ থানায় আনা সহ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি ওমর ফারুক বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল