ফরিদপুরের ভাঙ্গায় মো. ফরিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত ফরিদুল ইসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকার মাঈনুদ্দিন ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাঙ্গা পৌরসভার নূরপুর-নওপাড়া আঞ্চলিক সড়কের ভারইডাঙ্গা এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদুল। স্থানীয়রা পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন শেখ বলেন, ফরিদুল একটি ভ্যান থেকে পড়ে যায়। এরপর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবক আখতার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ফরিদুল ইসলাম মারা যান।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. গোলাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ