নেত্রকোনার চল্লিশা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল ১৫ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৪ আগস্ট) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকার তার চার্জার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব ময়মনসিংহের অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান (সিপিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে জামাল মিয়ার বাড়ি ও গ্যারেজ তল্লাশি করে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামিকে নেত্রকোনা সদর মডেল থানায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আশিক