গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সোমবার দুপুরে উপজেলার কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মীর শামছুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার নিলুফা ইয়াসমীন, কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, মহিমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ।
এ ক্লাস্টারের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের সুনাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে নানা পরামর্শ ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই