ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু)।
গত শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা মৌচাইর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বোরহান উদ্দিন আহমেদও।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। যারা জননিরাপত্তা বিঘ্নের ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, বোরহান উদ্দিন আহমেদের গ্রেপ্তারের খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক কাগজপত্র আসেনি।
বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন তার চাচার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাচাকে শনিবার বিকেলে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আমাদের জানা নেই।’
বিডি প্রতিদিন/জামশেদ