চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-সংক্রান্ত অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে পৌর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, নির্বাহী প্রকৌশলী এ. কে. এম. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সাবেক পৌর চেয়ারম্যান জাফর আলী, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, সাংবাদিক আহসান হাবিব, ছাত্রনেতা আল বাশরি সোহানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ২৭ জন অংশীজন অংশ নেন। তারা কোভিড-১৯-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা, পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
সভায় বক্তারা অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/আশিক